ঝিকরগাছার পালাতক আসামি খুলনা থেকে গ্রেপ্তার
- Update Time : ০৬:৩৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১২৮ Time View

দীর্ঘ ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা। অবশেষে পরোয়ানা ভুক্ত আসামি হাফেজ মাওলানা অলিয়ার রহমান (৫৯) পুলিশের হাতে ধরা পড়েছেন। তিনি ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, অলিয়ার রহমান দীর্ঘ ১২ বছর পলাতক থাকার পরে গত ৩০/১২/২৪ তারিখে ৫ টি গ্রেফতারী পরোয়ানা মুলে আদালতে চালান করা হয়। কিন্ত জামিনে বের হয়ে আসেন। অত:পর দীর্ঘ চেষ্টার পরে তাকে আড়ংঘাটা থেকে গ্রেফতার করা হয় এবং ২ টি সাজা পরোয়ানায় ১০/১২/২৫ তারিখে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়। সাজা সি আর-২০১/১২ (এস সি-১২৯/১৩) তে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮,৪৫,০০০ টাকা অর্থদন্ড, সাজা সি আর-২০২/১২(এস সি-১৩০/১৩) তে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১,৬০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। আসামী হাফেজ ওলিয়ার রহমানকে কে এম পি খুলনার আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা মোড়ল পাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার রেজাউল করিমের বাসা থেকে ইং ০৯/১২/২৫ খ্রি: তারিখে রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয়। তিনি স্বপরিবারে ৫/৬ মাস ধরে এই বাসায় ভাড়া থাকতেন। আড়ংঘাটা থানা পুলিশের সহযোগিতায় শিওরদাহ পুলিশ ক্যাম্পের এস আই বেলাল হোসেন, এ, এস আই মো: মোকাদ্দেস হোসেন সঙ্গিয় ফোর্স সহ আসামীকে আটক করে। তার নামে ২ টি সি আর সাজা পরোয়ানা ঝিকরগাছা থানায় ছিল পরবর্তীতে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন


















