খুলনা–মোংলা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- Update Time : ১০:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৯১ Time View

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লা ব্রিজের ওপর এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মুহূর্তেই নিভে যায় একটি তরতাজা প্রাণ।
নিহতের নাম সালমান (২৮)। তিনি রামপাল পাওয়ার প্লান্টে কর্মরত একজন শ্রমিক ছিলেন। তার বাড়ি খুলনা জেলার ফুলতলা উপজেলায়। কর্মস্থলে যাওয়ার পথেই এমন মর্মান্তিক পরিণতি তাকে কেড়ে নেয় পরিবারের বুক থেকে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়লা ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে চলার সময় একটি দ্রুতগতির পরিবহন তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সালমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের স্তব্ধতা। সহকর্মী, স্থানীয় মানুষ ও পথচারীরা হতভম্ব হয়ে পড়েন। কেউ কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।
রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন,
“দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী যানবাহন শনাক্তের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অকালেই চলে যাওয়া সালমানের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। সহকর্মীরা বলছেন, একজন পরিশ্রমী ও ভদ্র মানুষ ছিলেন তিনি। তার এই আকস্মিক মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্যই এক অপূরণীয় ক্ষতি।


















