জলঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র্যালি
- Update Time : ১১:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১২৬ Time View

১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা যুব বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আবারো জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এসে র্যালিটি শেষ হয়
র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নীলফামারী- ৩, জলঢাকা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী— মাওলানা ওবায়দুল্লাহ সালাফী,বাংলাদেশ জামায়তে ইসলামি জলঢাকা উপজেলা আমির মোখলেছুর রহমান মাস্টার, জলঢাকা উপজেলা নায়েবে আমির কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সূরা ও কর্মপরিধিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নীলফামারী জেলা শাখার সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা সেক্রেটারি মোহাম্মার আল-হাসান,সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম, আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
র্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান। একই সঙ্গে তারা ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে থাকার আহব্বার জানান


















