১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
  • Update Time : ১০:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ৪১ Time View

 

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, রামপাল থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, “প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং উন্নয়নের চাকা এগিয়ে নিচ্ছে।”

তিনি আরও বলেন, “বিদেশে যেতে গিয়ে অনেককে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। সিন্ডিকেট ও দালালচক্রের কারণে মানব পাচারের শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। প্রায়ই আমরা সংবাদ পাই, অবৈধ পথে সাগর পাড়ি দিতে গিয়ে অনেক শ্রমজীবী মানুষ প্রাণ হারাচ্ছেন বা আটক হয়ে মানবেতর জীবন যাপন করছেন।”

তিনি বিদেশগামীদের উদ্দেশে বলেন, “দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং আয়ও বৃদ্ধি পাবে। প্রতারক ও পাচারকারীদের হাত থেকে রক্ষা পেতে হলে বিদেশগামীদের অবশ্যই সচেতন হতে হবে এবং প্রয়োজনে প্রশাসনের সহায়তা নিতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

Update Time : ১০:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

 

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, রামপাল থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, “প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে এবং উন্নয়নের চাকা এগিয়ে নিচ্ছে।”

তিনি আরও বলেন, “বিদেশে যেতে গিয়ে অনেককে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। সিন্ডিকেট ও দালালচক্রের কারণে মানব পাচারের শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। প্রায়ই আমরা সংবাদ পাই, অবৈধ পথে সাগর পাড়ি দিতে গিয়ে অনেক শ্রমজীবী মানুষ প্রাণ হারাচ্ছেন বা আটক হয়ে মানবেতর জীবন যাপন করছেন।”

তিনি বিদেশগামীদের উদ্দেশে বলেন, “দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং আয়ও বৃদ্ধি পাবে। প্রতারক ও পাচারকারীদের হাত থেকে রক্ষা পেতে হলে বিদেশগামীদের অবশ্যই সচেতন হতে হবে এবং প্রয়োজনে প্রশাসনের সহায়তা নিতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।