১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রামপালে ইনকিলাব মঞ্চের নেতা হাদি হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ: খুনিদের ফাঁসির দাবি

বাগেরহাট প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
  • Update Time : ০৯:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ৬৯ Time View

 

বাগেরহাটের রামপালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফয়লাহাট চৌরাস্তা মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আয়োজন ও সংহতি: রামপালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যৌথ আহ্বানে এই সর্বদলীয় বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তব্য ও নেতৃত্ব: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খালিদ হাসান নোমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন:

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মল্লিক আ. হাই ও সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম।

উপজেলা এনসিপির সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল।

ছাত্রনেতা মো. সাব্বির হোসেন, মো. আল আমিন শেখ ও আজাদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের দাবি: সমাবেশে বক্তারা অত্যন্ত কঠোর ভাষায় ওসমান হাদির হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, “জুলাই বিপ্লবের যোদ্ধাদের রাষ্ট্রীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।” এছাড়া দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার বিদেশি বা ভারতীয় আধিপত্য সহ্য করা হবে না উল্লেখ করে বক্তারা দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সমাবেশে ফয়লাহাট এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত জনতা অবিলম্বে হাদি হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকরের দাবি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপালে ইনকিলাব মঞ্চের নেতা হাদি হত্যার প্রতিবাদে উত্তাল রাজপথ: খুনিদের ফাঁসির দাবি

Update Time : ০৯:২৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

 

বাগেরহাটের রামপালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফয়লাহাট চৌরাস্তা মোড়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

আয়োজন ও সংহতি: রামপালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যৌথ আহ্বানে এই সর্বদলীয় বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তব্য ও নেতৃত্ব: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খালিদ হাসান নোমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন:

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মল্লিক আ. হাই ও সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম।

উপজেলা এনসিপির সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল।

ছাত্রনেতা মো. সাব্বির হোসেন, মো. আল আমিন শেখ ও আজাদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের দাবি: সমাবেশে বক্তারা অত্যন্ত কঠোর ভাষায় ওসমান হাদির হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, “জুলাই বিপ্লবের যোদ্ধাদের রাষ্ট্রীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।” এছাড়া দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার বিদেশি বা ভারতীয় আধিপত্য সহ্য করা হবে না উল্লেখ করে বক্তারা দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সমাবেশে ফয়লাহাট এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত জনতা অবিলম্বে হাদি হত্যার মূল পরিকল্পনাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকরের দাবি জানান।