বাগেরহাটে মহাসড়কে দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু
- Update Time : ০৪:১৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১০০ Time View

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক আলমসাধু চালক নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সকালে ফয়লাহাট খান জাহান আলী বিমানবন্দরের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে রামপাল থেকে ফকিরহাটগামী একটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে আলমসাধুটি দুমড়ে-মুচড়ে গেলে চালক ঘটনাস্থলেই মারা যান।
নিহত ব্যক্তি ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা শাহ আলম হাওলাদার (৪২) বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















