ময়মনসিংহের(ভালুকা-১১) আসনের আলোচিত স্বতন্ত্র (বিএনপি) প্রার্থী মুহাম্মদ মুর্শেদ আলমের প্রার্থিতা পুনরায় বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন কমিশন।
জানা গেছে, দলীয় মনোনয়ন না পাওয়ায় ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুর্শেদ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের সময় শতকরা একভাগ ভোটারের স্বাক্ষর যাচাইয়ে সন্তুষ্ট হতে না পারায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।
পরবর্তীতে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে মুহাম্মদ মুর্শেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এদিকে ভালুকা আসনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীরা হলেন ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু (বিএনপি), প্রফেসর মো. আনোয়ারুল ইসলাম হোসেন বিদ্যুৎ (গণ অধিকার পরিষদ), ডা. জাহিদুল ইসলাম (এনসিপি), মোস্তফা কামাল কাশেমী (ইসলামী আন্দোলন) এবং ছাইফ উল্যাহ পাঠান ফজলু (বাংলাদেশ জামায়াতে ইসলামী)।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, প্রার্থিতা ফিরে পাওয়ায় ভালুকা আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারেন বলে মনে করেন,