০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রামপালে পরিবেশ সংকট মোকাবিলায় সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন

মোঃ হুসাইন শেখ|রামপাল, বাগেরহাট, প্রতিনিধি 
  • Update Time : ০৮:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / ৪৬ Time View

 

বাগেরহাটের রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) নিয়ে কাজ করা সমন্বয় কমিটির এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সিএনআরএস পরিচালিত নবপল্লব প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে রামপাল ও সুন্দরবনের জীববৈচিত্র মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব উদ্যোগ নিতে হবে। তিনি বনায়ন, টেকসই কৃষি, মৎস্য চাষ, গবাদিপশু পালন ও সম্ভাবনাময় পোল্ট্রি খাত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব রামপালের সদস্য এম. এ. সবুর রানা এবং নবপল্লব প্রকল্পের ফিল্ড অফিসার শাহরিয়া জ্যোতি।

 

সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নবপল্লব প্রকল্পের এনআরএন ফ্যাসিলিটেটর আমল বিশ্বাস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, রামপালের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় বনায়ন, খাল পুনঃখননসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কাজ করা হবে।

 

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্টরা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রামপালে পরিবেশ সংকট মোকাবিলায় সমন্বয় কমিটির ওরিয়েন্টেশন

Update Time : ০৮:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

 

বাগেরহাটের রামপালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) নিয়ে কাজ করা সমন্বয় কমিটির এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সিএনআরএস পরিচালিত নবপল্লব প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী।

 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে রামপাল ও সুন্দরবনের জীববৈচিত্র মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব উদ্যোগ নিতে হবে। তিনি বনায়ন, টেকসই কৃষি, মৎস্য চাষ, গবাদিপশু পালন ও সম্ভাবনাময় পোল্ট্রি খাত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব রামপালের সদস্য এম. এ. সবুর রানা এবং নবপল্লব প্রকল্পের ফিল্ড অফিসার শাহরিয়া জ্যোতি।

 

সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নবপল্লব প্রকল্পের এনআরএন ফ্যাসিলিটেটর আমল বিশ্বাস মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, রামপালের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় বনায়ন, খাল পুনঃখননসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কাজ করা হবে।

 

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্টরা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।