০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি: মোঃ হুসাইন শেখ
  • Update Time : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ১০৪ Time View

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার দক্ষিণ পারসাতুরিয়ায় অবস্থিত রহমানিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা, বাংলাদেশ মুজাহিদ কমিটি কাউখালী উপজেলা শাখার দায়িত্বশীল এবং রহমানিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা রেজাউল করিম।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“১৯৭১ সালে আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে—যেখানে থাকবে না অন্যায়, অবিচার, দুর্নীতি ও দুঃশাসন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা আজও সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। এর প্রধান কারণ হলো, আমরা ধীরে ধীরে ইসলামী মূল্যবোধ থেকে সরে এসেছি।”

 

তিনি আরও বলেন,

“ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা পাবে, দুর্নীতি ও দুঃশাসন কমে আসবে। যাকাতভিত্তিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত হবে। নৈতিক ও চরিত্রবান নাগরিক গড়ে উঠবে, পরিবার ও সমাজে শালীনতা ফিরে আসবে এবং অপরাধ প্রবণতা হ্রাস পেয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। আগামীর বাংলাদেশ হতে হবে ইসলামের আদর্শভিত্তিক—ইনশাআল্লাহ।”

 

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে বিজয় র‍্যালি ও আলোচনা সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান

Update Time : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার দক্ষিণ পারসাতুরিয়ায় অবস্থিত রহমানিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা, বাংলাদেশ মুজাহিদ কমিটি কাউখালী উপজেলা শাখার দায়িত্বশীল এবং রহমানিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা রেজাউল করিম।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

“১৯৭১ সালে আমরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে—যেখানে থাকবে না অন্যায়, অবিচার, দুর্নীতি ও দুঃশাসন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা আজও সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। এর প্রধান কারণ হলো, আমরা ধীরে ধীরে ইসলামী মূল্যবোধ থেকে সরে এসেছি।”

 

তিনি আরও বলেন,

“ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা পাবে, দুর্নীতি ও দুঃশাসন কমে আসবে। যাকাতভিত্তিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের অধিকার নিশ্চিত হবে। নৈতিক ও চরিত্রবান নাগরিক গড়ে উঠবে, পরিবার ও সমাজে শালীনতা ফিরে আসবে এবং অপরাধ প্রবণতা হ্রাস পেয়ে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। আগামীর বাংলাদেশ হতে হবে ইসলামের আদর্শভিত্তিক—ইনশাআল্লাহ।”

 

আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের সক্রিয় উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

 

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে বিজয় র‍্যালি ও আলোচনা সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।