কুরআনের আলোয় মুখর লোহাগাড়া হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীরা সম্মানিত
- Update Time : ০৭:২৭:২০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ৪৫ Time View

কুরআনের আলোয় মুখর হয়ে ওঠে চট্টগ্রামে লোহাগাড়ায় চরম্বা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা । মেধা, তিলাওয়াত ও শুদ্ধ উচ্চারণে অনন্য দক্ষতার পরিচয় দিয়েছে ক্ষুদে হাফেজরা। লোহাগাড়ায় আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসা থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে দশ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।
শনিবার(২০ ডিসেম্বর) উপজেলার চরম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে দিব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রতিষ্ঠিত ৮ টি হিফজুল কুরআন মাদ্রাসার প্রায় শতাধিক কোরআনের হাফেজ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন’র সার্বিক তত্বাবধানে এবং তারই সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি ও জেনারেল সেক্রেটারি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন।
সকাল ১০ টা থেকে প্রতিযোগীদের মাঝে তেলাওয়াত শুরু হয়, তন্মধ্যে বিশুদ্ধ, নির্ভূল ও সুন্দরভাবে তেলাওয়াত করায় ১০ জনকে মনোনীত করে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে সনদ এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খ্যাতিমান হাফেজ নুরুল ইসলাম। তিনি জানান, অংশগ্রহণকারীদের প্রস্তুতি ও কুরআন মুখস্থের মান ছিল প্রশংসনীয়। কঠোর মূল্যায়নের মাধ্যমে মেধাভিত্তিকভাবে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ হোসেন বলেন, মুসলমান হিসেবে আমাদের সকলকে পবিত্র কুরআনের আলোয় আলোকিত হতে হবে, চরম্বা ইউনিয়ন জুড়ে কুরআনের আলো ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস, তিনি বলেন আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করবেন বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূর্যোগ বেবস্থাপনা অধিদপ্তরের প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আলম সাকিব, কক্সবাজার জেলার সেবা ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ প্রতিযোগীদের অভিভাবক, সচেতনমহল, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


















