শীতার্তদের মুখে হাসি লোহাগাড়া প্রেস ক্লাবের কম্বল বিতরণ
- Update Time : ০৭:০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ৩৪ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় তীব্র শীতে অসহায়, দরিদ্র ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া প্রেস ক্লাব। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষেপ্রেস ক্লাবের উদ্যোগে শীতার্ত হকার ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: সাইফুল ইসলাম।
কম্বল বিতরণকালে লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বলেন, সংবাদ সংগ্রহের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারলে সেটাই আমাদের সার্থকতা।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে লোহাগাড়া প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের ভাষায়, এই সহায়তা শীতের রাতে অনেক বড় স্বস্তি এনে দিয়েছে।
মানবিক এই উদ্যোগে স্থানীয় সচেতন মহল লোহাগাড়া প্রেস ক্লাবের প্রশংসা করেছেন এবং সমাজের অন্যান্য সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ইবনে মাসুদ রানা, লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমানসহ লোহাগাড়া প্রেসক্লাবের সকল সদস্য এবং দ্বায়িত্বশীল।


















